বাবার প্রতি মেয়ের ভালো বাসা - Interesting Story BD - মজার মজার গল্প
SUBTOTAL :

Follow Us

ভালোবাসা
বাবার প্রতি মেয়ের ভালো বাসা

বাবার প্রতি মেয়ের ভালো বাসা

ভালোবাসা
Short Description:

Product Description

 বাবার প্রতি মেয়ের ভালো বাসা | Father and Daughter Love Relationship | Interesting Story BD


Father and Daughter Love Relationship । বাবার প্রতি মেয়ের ভালো বাসা । Interesting Story BD 



<<<বাবার প্রতি মেয়ের ভালো বাসা>>>



বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটির সাথে বাবা দেখা করতে এসেছেন। দোকানে নিয়ে গিয়ে বাবা বললেন,

কী খাবি অর্ডার দে।


মেয়েটি বললো, 

তুমি বল তুমি কী খাবা?

বাবাটি হেসে বললো, 

আমি তো জানিনা এখানে কী ভালো পাওয়া যায়? 

তুই যা খাবি আমিও তাই খাব।

মেয়েটি দুই গ্লাস জুস নিয়ে আসলো। 

ক্লান্ত বাবাটির খুব ভালো লাগলো ঠান্ডা জুস খেতে। 


সে বললো, বাহ খুব মজাতো।

এবার তোর মাকে আনলেও এই জুস খাওয়াব। 

মেয়েটি হাসলো।

বাবা মেয়েটিকে কিছুক্ষণ লক্ষ্য করে বললো, 

খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো?

মেয়েটি বললো: হুমম করি।

বাবা বললো: তাহলে এমন শুকিয়ে গেছিস কেন?


মেয়েটি হাসলো। 

বাবা এবার চাপা গলায় বললেন, 

তোকে যে টাকা দেই, তোর ঠিকমতো চলেতো?

মেয়েটি বললো: হুমম চলে।

বাবা বললো: কোন অসুবিধা হলে আমাকে বলিস।

মেয়েটি বললো: হুমম বলবো।

মেয়েটির আজ খুব ভালো লাগছে। 

কারণ বাবাকে ছোটবেলা থেকে ও খুব ভয় আর সমিহ করে চলেছে। 


বাবা কোনদিন সরাসরি ওর কোন খোঁজ খবর নেননি। মার সাথেই মন খুলে কথা বলা যেত। 

বাবার সাথে ছিল সবসময় এক অদৃশ্য দুরত্ব। 

অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, এই নিয়ে দুই বার বাবা এসে দেখা করে গেলেন। 

আর কেমন করে যেন দুরত্বটা কমিয়ে দিলেন। 

এখন বাবা, কেমন মায়া করে কতো রকম কথা বলেন। মেয়েটির খুব ভালোলাগলো।


আজ যাওয়ার সময় বাবাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। 

কিন্তু কেমন জানি লজ্জাও লাগছে মেয়েটির।

বাবাকে বলতে ইচ্ছা করছে, 

তোমাকে অনেক ভালোবাসি বাবা।


এটাই ছিল একজন আদর্শ বাবার প্রতি মেয়ের ভালো বাসা।



✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।


✅ নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।


✅ লাইক করে Share করে দিন।


ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।


সৌজন্যে: আমি আলী উজ্জ্বল



ভিডিওটি দেখতে নিচের ছবিতে Click করুন

                   👇👇👇👇👇




#বাবার_প্রতি_মেয়ের_ভালো_বাসা

#অবহেলিত_একজন_বাবার_প্রতি_মেয়ের_ভালোবাসা

#অবহেলিতবাবারপ্রতিমেয়েরভালোবাসা

#মেয়ের_প্রতি_বাবার_ভালোবাসা

#বাবা_ও_মেয়ের_প্রেমের_সম্পর্ক

#বাবা_ও_মেয়ের_ভালোবাসা

#বাবা_ও_মেয়ে_নিয়ে_কিছু_কথা

#অবহেলিত_একজন_বাবার_প্রতি_মেয়ের_ভালোবাসা 

#why_father_love_daughter

#Father_and_Daughter_Love_Relationship 

#Good_Home_For_Father_and_Daughter

facts about father and daughter relationship

#can a father and daughter marry

#what is a normal father daughter #relationship

#Babar proti Meyer vhalobasa

#New Bangla Whatsapp Status

#Father_and_Daughter_Love_Relationship

#বাবার_প্রতি_মেয়ের_ভালো_বাসা

#Interesting_Story_BD 

0 Reviews:

Post Your Review