এক মহৎ বিচারকের গল্প | The story of a magnificent judge | Interesting Story BD
The Story of a Magnificent Judge | এক মহৎ বিচারকের গল্প | Interesting Story BD
আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করলেন - "তুমি কি সত্যিই কিছু চুরি করেছিলে ? রুটি- কোনো প্যাকেট ?"
মাথা নিচু করে ছেলেটি উত্তর দিলো - জি আমি চুরি করেছি।
বিচারক বললেন -কেনো চুরি করলে ?
বালক বললো - আমার প্রয়োজন ছিলো।
বিচারক বললেন- কিনে নিতে পারতে।
বালক বললো- টাকা ছিলো না।
বিচারক বললেন- পরিবার থেকে নিলেই হতো।
বালক বললো- আমার বাড়িতে শুধু মা আছেন। মা অসুস্থ, কর্মহীন। মায়ের জন্যই রুটি চিজ চুরি করেছিলাম।
বিচারক বললেন- তুমি কোনো কাজ করো না ?
বালক বললো- গাড়ি ধোওয়ার কাজ করতাম। মাকে সেবা করার জন্য একদিন ছুটি নিয়েছিলাম। তাই আমার কাজ চলে গেলো।
বিচারক বললেন- কারও কাছে সাহায্য চাওনি ?
বালক বললো- সকালে বাড়ি থেকে বেরিয়েছি। একটা কাজের জন্য প্রায় পঞ্চাশ জনের কাছে গিয়েছি। সবশেষে এই চূড়ান্ত পথটাই নিতে হলো।
ছেলেটির সাথে কথাবার্তার শেষে বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বললেন - "চুরি, বিশেষ করে রুটি চুরি একটি অত্যন্ত লজ্জাজনক অপরাধ। আর এই অপরাধের জন্য আমরা সবাই দায়ী। এই আদালতে উপস্থিত প্রত্যেকে, আপনাদের মধ্যে আমিও আছি, এই অপরাধের সাথে যুক্ত।
তাই এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে দশ ডলার করে জরিমানা করা হলো। দশ ডলার এখানে জমা না দিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না।" এই বলে বিচারক তার পকেট থেকে দশ ডলার বের করলেন এবং কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন -
এ ছাড়াও যে দোকান ক্ষুধার্ত ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে সেই দোকানকেও আমি এক হাজার ডলার জরিমানা দিতে আদেশ করছি। জরিমানার টাকা যদি চব্বিশ ঘণ্টার মধ্যে জমা দেওয়া না হয়, আদালত দোকানটিকে সিল করে দিতে নির্দেশ দেবে। জরিমানার সমস্ত টাকা এই ছেলেটির হাতে তুলে দিয়ে আদালত তার কাছে ক্ষমা প্রার্থনা করবে।
বিচারকের রায় শোনার পর আদালতে উপস্থিত সকলের চোখে পানি। ছেলেটিও একেবারে বাকরুদ্ধ। বিচারককে সে বারবার দেখছিলো। চোখের পানি লুকিয়ে বিচারক আদালত ত্যাগ করলেন।
Video দেখতে এই লিংক এ ক্লিক করুন।
✅ ভিডিও টি কেমন লাগলো অব্যসই কমেন্টস বক্স এ জানাবেন।
✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।
✅ ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করে Share করে দিন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই।
Tag:
#InterestingStoryBD
#একমহৎবিচারকেরগল্প
#TheStoryOfAMagnificentJudg
#এক মহৎ বিচারকের গল্প #The story of a magnificent judge #Interesting Story BD #The Judge movie #The Judge review #The Judge movie explained #The Judge #Bright2me #khalishpur #Khulna #Bangladesh #The story of the bread theft #new york movie #new york movie scenes #Story of a Boy Accused of Stealing Bread #USA story #UK movie #real story #real time #no money no food #really excited story #Australia
0 Reviews:
Post Your Review