এক আদর্শ সন্তানের গল্প | The Story of an Ideal Child | Interesting Story BD
The Story of an Ideal Child । এক আদর্শ সন্তানের গল্প । Interesting Story BD
সন্তানকে শুধু পড়াশুনা শেখানোই যথেষ্ট না..
১০ বছরের বাচ্চাটি বাড়িতে বাড়িতে খবরের কাগজ বিক্রি করে।
একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো।
মালকিন বাইরে এসে বললো কি ব্যাপার?
বালক বললোঃ- বলছিলাম আন্টি,আপনার বাগানটি কি একটু পরিস্কার করে দেবো?
মালকিন বললেনঃ- না না.. কোন দরকার নেই.. আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন?
মালকিন একটু নরম সুরে বললো আচ্ছা ঠিক আছে, কতো টাকা নিবি?
বালক বললোঃ- টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে।
মালকিন বললেনঃ- ওহ, ঠিক আছে যা, খুব ভালো করে পরিস্কার করবি কিন্তু ।
মালকিন চিন্তা করলেন, মনে হচ্ছে বেচারা আজ কিছু খায়নি,আগে ওকে কিছু খাওয়ানো দরকার...।
মালকিন বললেনঃ- এই ছেলে..এদিকে আয়, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস।
বালক বললোঃ- না আন্টি ; আগে কাজ করে নিই তারপর খাবো।
মালকিন বললেনঃ- আচ্ছা বেশ, এই বলে নিজের রুমে ঢুকলেন।
বালক ২ ঘন্টা পর আসলো আর বললো "আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা?
মালকিন বললেনঃ- আরে বাঃ! তুই তো বাগানের আশপাশগুলোও ভালো করে পরিষ্কার করে দিয়েছিস।
এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি।
মালকিন খাবার দিতেই, বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করল।
মালকিন বললেনঃ- পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানেই খা, লাগলে আরও দেবো।
একথা শুনে মালকিনের চোখ ভিজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন।
অসুস্থ মা তার ছেলেটির দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে রইলেন....। ছেলেটি মায়ের গলা জড়িয়ে ধরল.....।
✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।
✅ নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।
ভিডিওটি দেখতে নিচের ছবিতে Click করুন
#An_ideal_student_essay_300_words
#An_ideal_student_Essay_for_Class_12
#Short_stories_in_English_for_students_PDF
Short stories to copy for homework
The Story of an ldeal Childhood
The Story of an ldeal Children's books
The Story of an ldeal Child labour
The Story of an ldeal Childhood in hindi
The Story of an ldeal Child lebensborn
The Story of an ldeal Children's playground
The Story of an ldeal Childchild summary
The Story of an ldeal Children's bible
আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা
0 Reviews:
Post Your Review