এক বুড়ি মহিলার চালাকি গল্প | The Cleaver Old Woman Story | Interesting Story BD
The Cleaver Old Woman Story । এক বুড়ি মহিলার চালাকি গল্প । Interesting Story BD
ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংককের
ম্যানেজারকে বললেন আমি কিছু টাকা
ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? .
বুড়ি বললঃ হবে ১০ লাখের মত....।
ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ
বুড়ি বললঃ তেমন কিছু না খোকা ।
ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই।
ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !
বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে
আমি এখনো যথেষ্ট যুবক । আর মাথায়
বুড়ি বললো তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল
মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?
ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
সকাল ১১ টায় সময় ম্যনেজারের কেবিনে এসে
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার...
একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বুড়ি'র
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না। শক
আসলে উকিল বাবুর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে, আজ সকাল ঠিক ১১
টা সময়, শহরের সবথেকে বড় ব্যাংকের,,,,
ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো।
তাই বুড়ি মহিলা উকিল বাবুর কাছ থেকে জিতলেন ৫ লাখ টাকা, আর ব্যাংকের,,,,
ম্যানেজারের কাছে হারলেন ১ লাখ টাকা। তাহলে বুড়ি মহিলা জিতলেন ৪ লাখ টাকা।
✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।
✅ নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।
ভিডিওটি দেখতে নিচের ছবিতে Click করুন
#the_cleaver_old_woman_story_summary
#thecleaveroldwomanstorysummarybangla
#The_old_woman_short_story_summary
#An_old_lady_becomes_blind_story
#Write_a_short_story_in_which_the_main
#Short_story_about_an_old_woman_who_became_a_beautiful_fairy
#TheCleverOldWomanQuestionAnswer
#A_clever_tale_of_an_old_woman
#clever_old_lady_amazing_story
#Learn_english_through_stories
#Learn_english_through_listening_Audio
#Pumpkin_and_Old_Woman_Story_in_English
#A_clever_tale_of_an_old_woman
#clever_old_lady_amazing_story,
#chatur_budhiya_pumpkin_and_old_woman_story
0 Reviews:
Post Your Review