ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ | An Ideal Father's Advice To His Son | Interesting Story BD
An Ideal Father's Advice To His Son ।ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ । Interesting Story BD
৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।
৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।
৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।
৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।
৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।
৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।
১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।
১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।
১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।
১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।
১৬। কারো কান কথায় কান দিওনা। এতে করে বড় ধরনের বিপত্তি ও ঝগড়ার সৃষ্টি হতে পারে।
১৭। অতি তাড়াতাড়ি বড় ও বিত্তশালী হওয়ার চেষ্টা করো না। এতে করে তোমার অতি তাড়াতাড়ি কুফলও বয়ে আসতে পারে।
১৮। কখনো ধৈর্য্য ও মনোবল হারাবে না। মনে রেখ, ধৈর্য্যশীলদের আল্লাহ ভালোবাসেন।
✅ ভিডিও টি কেমন লাগলো কমেন্টস বক্স এ জানাবেন।
✅ নতুন নতুন ভিডিও পেতে এক্ষনি চ্যানেলটি Suboscribe করুন এবং Bell চিহ্নতে Click করুন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামো নায়।
ভিডিওটি দেখতে নিচের ছবিতে YouTube এ Click করুন
#An Ideal_Father's_Advice_To_His_Son
0 Reviews:
Post Your Review